কবিতা - মনামী সরকার


নীল খাম


কিছু ইচ্ছেরা আজীবন নীল খামে তোলাথাকে

খাম বন্দী হয়েই প্রতিবছর বর্ষপূর্তি হয় ওদের

খুব নিজস্য অভিমান মাখা এই ইচ্ছে গুলো।

 

 

তাই খুব সন্তর্পনে তুলে রাখা থাকে যত্ন করে

কোন একলা দুপুরে আনমনে সবার চোখের

আড়ালে দু-একটাকে বারকরে ওদের ঘ্রান নেই।

 

 

বন্ধ চোখের ওপারে ভেসে ওঠে মায়াবী এক মুহূর্ত 

ক্ষণিকের আনন্দ,তারপর আঙ্গুলে আঙ্গুলে ছুয়ে আবার তুলে রাখি দুর্ভেদ্য সিন্দুকে।

 

 

কেউ কখনো জানতে চায় না ওদের কথা 

বা বলা ভালো লুকিয়ে রাখা আভিমান

মনে মনে ভাবি কেউ যদি জেনেনিত,পড়ে নিত ইচ্ছে গুলোকে। 

 

 

কিছু ইচ্ছে জন্মায় খামবন্দী হয়ে থাকার জন্যই।

Comments