নবীন কলমের কথামালা : : কবিতা - প্রলয় কুমার বিশ্বাস


ভাগ


হয়তো ভাজকের প্রয়োজনটা তখন একরকম ছিল,

                               তবে নিশ্চিত নই।

 

 

সেই রোপিত বিষবৃক্ষ এখন বিরাট ভাজক বনভূমি

যার প্রতিটা বিষময় নিঃশ্বাস ভাঙনের গান গায়।

জল - মাটি, আকাশ - বাতাস, সমাজ 

এমনকি বাদ যায়নি জীবন মন

প্রতিটা ছোবলে ভাগফল বেড়েছে বে-লাগাম। 

 

 

ঐক্যের ইতিহাস আর ঐতিহ্য 

বয়ে নিয়ে যায় কিছু স্বাধীনচেতা অবশিষ্ট।


Comments

  1. খুব খুশি হলাম নিজের সন্তানসম লেখাটিকে এখানে দেখে। কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় সম্পাদক মহাশয় ও আমার শ্রদ্ধেয় দাদাই কবি ও সাহিত্যিক সুবীর সরকার দাদাইকে। সেই সঙ্গে এই সাহিত্যাঙ্গনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি।

    ReplyDelete

Post a Comment