কবিতা - সুমন মল্লিক


মর্গদেশ


অগণিত স্বর্গরথ সারিবদ্ধ দাঁড়িয়ে অপেক্ষয়৷

ভেতরের ছবি অসহনীয় – কালো ব্যাগগুলি

কামড়ে চলেছে কুকুর – শেষ সম্মানটুকুও

পাচ্ছে না মানুষমানুষ আজ কত অসহায়!

 

 

চারদিকে গণচিতানদীতে দেহ ভেসে যায়৷

দেশ যেন এখন এক মর্গ – মর্গদেশ

তথ্য কি লুকনো হচ্ছে? শাসকের ‘মনকথা’ 

এমন ভয়াবহ সময়ে কে- বা শুনতে চায়

 

 

শ্বাস নিতে না পেরে দেশবাসী যখন তড়পাএকটা নির্বাচন হয়ে চলা তখন বর্বরতা৷

মানুষ কাঁদছেতোমার কি দায় নেই শাসক?

প্রশ্ন আছেউত্তর নেইমানুষ আজ অসহা৷


Comments