কবিতা - মনোজ পাইন


বাড়ি


ভদ্রলোকের সঙ্গে দেখা হতেই

দূরে কাগজফুলে ঢাকা একটা বাড়ির দিকে

আঙুল উঁচিয়ে বললেন-ওই আমার বাড়ি,

ব্যস্ততা ভুলে একদিন আসবেন। খুব খুশি হব। 



শহরে মহামারী দাপট দেখাচ্ছে।

তার নিমন্ত্রনের উত্তরে

যে হাঁসিটা আমি  ফিরিয়ে দিয়েছিলাম

তা মুখের মাক্সেই ঢাকা পড়েছিল সেদিন

আজ শুনলাম ভদ্রলোক পরলোকে পাড়ি দিয়েছেন

 


শহরের রাস্তায় সবাই ব্যস্ত

কজনই বা এমন ভাবে 

ব্যস্ততাকে সরিয়ে আসার নিমন্ত্রন দেয়। 

ওনার কী এমন জরুরি ছিল যে চলে গেলেন?



আমি তো সেই কবে থেকে,

ঐরকম একটা ফুলে ঢাকা বাড়ির ভেতরে যাব বলে 

প্রতিক্ষায় বসে আছি।

 


করোনা হৃদয় মাপে না

যাওয়ার জন্য কে কেমন উপযুক্ত মানুষ 

তাও বোঝে না।

শুধু বাড়িগুলো কান্নায় কান্নায় অভিব্যক্ত হয়।


Comments