কবিতা - মানসী কবিরাজ



স্বমেহন


বাতিঘরে আলো নিভে এলে

আমার  দ্বিতীয় আমিটিকে  খুলে দেখি 

খুলে দেখি 

পরতে পরতে,

যেন এক প্রাচীন দৃশ্য-কাব্য উঠে আসে হাতে

যেন এক তেজি ঘোড়-সওয়ার হয়ে, আমার দ্বিতীয় আমিটি

এখনি

যুদ্ধক্ষেত্রে যাবে

যে লড়াই হেরে গেছি আমি

যেন আমার দ্বিতীয় আমিটিসেসব প্রত্নজয় 

আনবে ফিরিয়ে

বসন্তআয়ুকাল নিভবার আগে

জ্বলে ওঠে পৃথুলা ইশারা

জ্বলে ওঠে তুষের আগুনে 

আমি 

এবং  

আমার  

দ্বিতীয় আমিটি 

জং ধরা তরবারি নিয়ে

আগুনের সীমান্তবর্তী একই প্রচ্ছায়ায়

পরস্পর দাঁড়িয়ে থাকি মুখোমুখি হয়ে।


Comments