কবিতা - বিনীতা সরকার


ঝড়


জীবনের উপকূলে কখনো কখনো আছড়ে পড়ে

প্রবল ঝড়

ভেঙে যায় স্বপ্নের ঘর বাড়ি 

ভেসে যায় নিকোনো উঠোন

            পাখির ঠোঁটের নিপুন কারুকাজ

 গালে হাত বসে থাকে 

 উদাস অসহায় আকাশ….

                   

 

সংযোগহীন সুতোর টানে

ক্রমশ উপড়ে আসে শিকড়

আলগা হলে মাটি

ধীরে ধীরে ভেতরে ঢুকে যায় দীর্ঘ কালসাপ!

 

 

তখন জীবন জুড়ে শুধুই হাহাকার

অন্ধকার আর

          শুধুই নিরবিচ্ছিন্ন অন্ধকার.…

 

 

শেষ সম্বল টুকু আঁকড়ে

মাথা গোঁজার ঠাঁই খোঁজে  

                              বিনিদ্র রাত্রি

 

 

পাকা ইমারতের গায়ে লেখা থাকে

                     জীবন এক অলিখিত ঝড়ের নাম!

 

Comments

Post a Comment