কবিতা - অর্ঘ্য দে



যদি ফিরে যাই


যদি ফিরে যাই ব্যর্থ চাকা ঘুরিয়ে,

ভুলে যেও এসেছিলাম

সময়ের অলাতচক্রের ফাঁকে

লেগে থাকা নিশ্বাস; উন্মাদনা   

যেন ভাঙা মেহফিলের সুরের কথকতা। 

 

 

অবেলায় খোলা হারমোনিয়াম ... 

সাদায় কালোয় সাজানো পথ

আঙুলের অগভীর ছাপ 

সুরের প্রস্তাবনায় মগ্ন।  

 

 

যদি ফিরে যাই ব্যর্থ চাকা ঘুরিয়ে,

ভুলে যেও এসেছিলাম .....  

 

 

চাঁদের আলোয় ধোয়া ডিঙি-ভাটিয়ালি 

আমার স্বপ্নলীন ছন্দে

খোলা হাওয়ায় দুলছে এখনও 


Comments