কবিতা - সুজয় নিয়োগী


বাঘনখ 


রহস্যের পর্দা ফাঁস হলে --

চোখের সামনে ঘটে যাওয়া

জমকালো ঘটনাগুলোও বিবর্ণ মনে হয়। 

প্রতিযোগিতার হাটে --

পারস্পরিক সম্পর্কগুলো

সাপলুডো খেলার মতো,

প্রতিনিয়ত ওঠানামা করলেও

মন পড়ে থাকে- চৌষট্টি ছকের বোর্ডে----

কিস্তিমাত করবার বাসনায়।

চেহারা থেকে ভণিতার পলেস্তারা খসে গেলে

বাঘনখ বেড়িয়ে আসে।


Comments

Post a Comment