কবিতা - গৌতমকুমার ভাদুড়ি



শিরোনামহীন 


স্পর্শ থেকে দূরে সরে আছি, আর্টিকেল ফিফটিনও তুচ্ছ যেন আজ

অভিমানী আঙ্গুলের কাছে তাই ক্ষমা চেয়ে নিই

কাগজকে ডেকে বলি অনির্দিষ্ট ওয়েটিংএ যেতে

                       ভুলে যেতে কলম-সখ্যতা 

সুকৌশলে দূরে রাখি কোলের শিশুকে

ল্যাপটপ বর্ণমালা গড়ে তোলে স্যানিটাইজড্ বিশ্ব সমাচার।

 

 

পৃথিবীর 'শো কোটি স্বপ্নে আজ সাদা সাদা অ্যাপ্রনের ভিড়

                  কোভিশিল্ড কাড়াকাড়ি খেলা

যতবার হাত নেড়ে বিদায় জানাতে চায় তাকে 

দুঃস্বপ্নের ছায়ারাই ফিরে ফিরে আসে। পাথর চাপানো আজ

তাদের ডানায়। উড়ে যাওয়া সাধ্যাতীত বড়ো।

 

 

তবুও মানুষ জানে - এইসব দুঃস্বপ্নের ছবিগুলো মুছে দিয়ে

আবার নতুন করে লেখা হবে সুখিমন কাব্যকথাগুলি

ইথার তরঙ্গ থেকে ভেসে আসা কণ্ঠস্বরে সাড়া দিতে চেয়ে

আবার নতুন করে সেজে উঠবে সেদিনের প্রিয় কবিতারা

রঙিন খামের ঘুমে ছুটে যাবে ঋতুপর্ণা মেয়েটির কাছে

সেই সু-আশায়, প্রশ্ন করি পৃথিবীর আদি জননীকে -

 

 

অজ্ঞাতবাসের দিন শেষ হতে কত বাকি আছে


Comments

  1. সময় সচেতনতা এবং কাব্যিক উৎকর্ষ মিলেমিশে একটি ভালো কবিতা । শুভেচ্ছা ।
    প্রণব চক্রবর্তী

    ReplyDelete

Post a Comment