কবিতা - অমিত দে

 

লেখা


সাদা পাতার নেশায় অন্য কিছু নয়

শব্দের তৃষা বালিয়াড়িতে 

                   পথ খুঁজে মরে;

শব্দরা স্মৃতির ঘর,

লুকনো বাঁশির মতো 

স্পর্শ আর সুরে

                 জাগায় নিজেকে

 

 

ঘরভাঙা ঢেউ এলে

ভেসে যায় অলংকার

রোমকূপ চিনে নেয় আগামীর জল;

অন্ধ হওয়ার আগে

এতটুকুই চাইছে প্রতিটি পঙক্তির জোয়ার

বাকিটুকু শুধু ক্ষণিকের আলো

                      অথবা অতল


Comments