কবিতা - জয়তোষ ঘোষ


অপূর্ণ 


চিরজন্মের সখী আমার, রাধা ঘরে বসে

কৃষ্ণতে বন্ধকী, উদাস মন বাঁধে কষে !

এদিকে যে কদম পাতায় কৃষ্ণভাব কথা,

চিরন্তনের ব্যাকুল হৃদয়, বোঝে কি সে ব্যথা ?

নীলাদ্রি চলে ভাসিয়ে তরী- নীল সাগরের তরে

পানকৌটির অবুঝ মন, প্রেমের ঘাটে ডুবে মরে

অভিসারী বন্ধু আকাশ


কালো মেঘে যায় ঢেকে

কৃষ্ণচূড়ার দেহের জলে, রাধার নদী চলে বেঁকে

সব আঁধারের রাজত্বে -গভীর রাতে করতে দেখা

রাধাচূড়ার নীচে কৃষ্ণ করে বৃষ্টি ভেজা অপেক্ষা

প্রেম শিখিয়ে রাধা কেনো ছাড়ে রঙের কৃষ্ণরে,

রাধাহীনা বিহ্বল কৃষ্ণ তাই আর কেমনে বাঁচেরে?

Comments