নবীন কলমের কথামালা : : কবিতা - পারমিতা চৌধুরি


মায়া


'
দেখে আসিবলে মা উঠে দাঁড়ান 

শীতল পাটির মেঝে থেকেতালপাতারা পড়ে থাকে আমার ঘুমন্ত মাথার পাশে।

বাবাকে এগিয়ে দেন তৃষ্ণার্ত জলের গেলাস।

ঘুমিয়ে তলিয়ে যেতে গিয়ে আমি ফিরে আসি লেবুফুলের  গন্ধ বেয়েএই শীতল পাটি

এক কোণে বসে থাকে যোগ্যা বড়োদিদিবলে ওঠে "থাক"

চোখ মেলে দেখতে পাই বাবা চলছে কাঁধে চেপে

বন্ধু-পরিজন যত

আর চাঁদের মায়ার মতো ঋণ আমার।

 

 

মা যেন সদ্য এলেন দোলায় চেপে,

নববধূ বসে আছেন উঠোনে।



Comments

Post a Comment