কবিতা - অরুণ চক্রবর্তী


জ্যোৎস্নার অপেক্ষায়


আমাদের চোখ বুঝি এখন অন্ধকার রাতের সাথে একাকার

ওকে খুঁজছি আর একজনকে 

জমাট কালো ছায়ার সাথে চারপাশে হামাগুড়ি দিচ্ছে অসংখ্য পিশাচ 

চুমু খাচ্ছে শরীর ঘেষে

আকাশ ছুঁয়ে হাঁটছে সামনে ঘুটঘুটে বীভৎস পাগুলো 

রাতের তারাগুলো প্রবাসে আর্তনাদ করছে বিরামহীন 

অভিমন্যু বেঁচে থাকলে ছবিটা কেমন হতো বাতাসই বলতে পারে

অহংকারী নেশায় বুঁদ হয়ে রাতের পাহারায় ব্যস্ত যারা তাদের লম্বা থাবায় বন্দী এখন

রাতের সাথে দিনও বিষময় গ্রাসে পাল্লা দিচ্ছে দুর্নিবার 

শব্দহীন ইশারায় যাপনচিত্র আচ্ছন্ন কতকাল থাকবে জানিনা 

একফালি জ্যোৎস্নার ভীষণ দরকার 

খোলা চোখে দেখতে খুব ইচ্ছা হয় রাতকে একটু আলোয় 

চাঁদের উত্তরের অপেক্ষায় রইলাম

তারপর দিনতো আসবেই-


Comments