কবিতা - নীলাদ্রি দেব


ব্রহ্ম 


সামান্য কোনও জ্যামিতি থেকে

                ছিটকে গেল আলো

নিথর দেহের উপর পিঁপড়ের গান

সুর কোন দিকে ভেসে যায়, কেউ জানে না 

তবু 

তবু এই অসমাপ্ত হেঁটে চলা, হরিধ্বনি, খই 

এসব পেরিয়েই আলো জ্বলে ওঠে চতুর্ভুজে 

জীবন্ত ছাইয়ের উপর জল...

শেষ স্বর জেগে ওঠে 

এরপর সমস্ত ব্রহ্মই গড়িয়ে যায় ঢাল বরাবর



Comments