কবিতা - প্রণব চক্রবর্তী


 

তিমির শিকার



সম্ভাবনাময় একেকটা দিন
ভেসে যাচ্ছে
সম্ভাব্যতার বিসদৃশ
দুঃস্বপ্ন  জাগরণে


নীলেশের হাত থেকে
খসে পড়া কাঁচের বোতোল
সম্ভাব্য যে রক্তাক্ত দৃশ্যের জন্ম দেয়
তিন্নী তার সত্তর সেকেণ্ড দূরে দাঁড়িয়েও
জানতে পারেনি এইসব জ্যামিতি  রসায়ন
অসম্পাদিত স্বপ্ন  সম্ভাবনার
যাবতীয় আয়োজন
প্রতীক্ষায় ছিলো
সম্ভাব্য রক্তদৃশ্য জন্ম দেবে বলে--


নীলেশের রুগ্ন চোখ
সম্ভাব্যতায় যেহেতু বিলীন ছিলো
 যাবৎ তিন্নী বা তাতারের গল্পে
যতটুকু মায়াবাস্তবতা
নীলেশ তাকে ছড়িয়ে এসেছিলো
মিরিন্দার ঘরে


তথাপি এড়ানো যায়নি
বালু বালিয়াড়ীর ধুধু দৃষ্টিরেখায়
ছেড়ে আসা যাবতীয় সম্ভাব্য সম্ভাবনা বা
সম্ভাবনার সম্ভাব্য যতি
তুমি তাকে যাই বলো
আমি বলি কেবলই এক লিখনপ্রেক্ষিত...


Comments