কবিতা - জয়তী কুন্ডু



নব নব রূপে


অন্দর  থেকে চেনা চাহনি 

কাজল কালো মায়ায় 

গোছাভরা  চুলে  ফুলের মালা

সুরভিত কেশে  গন্ধ  ছড়ায় ---

 

 

হাতে ধরা  তার  প্রদীপ শিখায়

মায়াময়  মুখ লাবনী

লজ্জাবনতঃ  লালপেড়ে নারী 

স্নিগ্ধ  শীতল ছায়া ধরণী;

 

 

কখনো  কন্যা  কখনো ভগ্নী 

কখনো  বা  প্রিয়া  সজনী,

মাতৃ চেতনা  নব নব রূপে 

জাগরূক  দিন রজনী 


Comments