গুচ্ছ কবিতা - দেবব্রত দাস


কয়েকটি  ম্যাক্সিম



[]


শেখার কী শেষ আছে

 

ফুল আঁকা শিখে গেছি

এখন প্রজাপতি আঁকা শিখছি

                        তারপর পরাগায়ন শিখবো

                         শেখার কী শেষ আছে



[]


দাগ

 

আমাকে গণনা থেকে বাদ দিলে

একটা দাগ রয়েই যায়

                  যা সংখ্যাহীন, শূন্য, মহাশূন্য 


 

[]


পাখি

 

কাগজ দিয়ে পাখি বানানো যায় 

আমার মেয়ে জানলে

আর বাড়ি ফিরতো না

                 অরণ্যে অরণ্যে উড়তো।

 


[]


পৃথিবী

 

পর্যাপ্ত বৃষ্টি হলেও পৃথিবী ডুবে না।


 

[]


আমি

 

আমরা বললে, আমি থেকেই যাই সবার জটে

আমি বললে, কাউকে খুঁজে পাই না তল্লাটে।

 


[]


অদেখা

 

চাঁদ থেকে পৃথিবীকে শতভাগ দেখা গেলেও

পৃথিবী থেকে দেখা যায় না একভাগও।

 


[]

 

মনে মনে আমার মুখাবয়ব আয়ত্ত্ব করতে 

দশ সেকেন্ড সময় লাগে

তোমার দু'মিনিটেই হয়ে যায়।

 

কে কতোটা রপ্ত করেছে দ্যাখো ...

 


[]

 

এক ডুবে জীবন পার করছি

অথচ একমিনিটও ডুবে থাকতে পারি না ...

 


[]

 

ভুলে যাওয়া রোগ আমার 

                    সেই ছোটবেলার

এখনো ভুলি নাই।

 


[১০]

 

পাখির মতো কথা বলা লোকটি

                                    জঙ্গলে গিয়ে

গাছে গাছে উড়তে পারে না পাখির মতো

 


[১১]

 

আমার দু'হাতে দশটি আঙুল

                                              তোমারও

অথচ হাত সরিয়ে নিলে হিসাব উল্টে পাল্টে যায়।


Comments