নবীন কলমের কথামালা : : কবিতা - সুরজ সিং


বন পাঁচালী


শাল পাতার নীচে 

ক্লান্ত পিপীলিকার আঁড়ি 

একেছে ললাট রেখা।

 

 

ভনভনিয়ে মৌমাছির তালে মগ্ন ময়না 

জারুলের ডালে প্রহর গোনে।

 

 

ক্ষুধার্ত শেয়ালের রূপ 

বুনো চিতার ন্যায়

শিকার খোঁজে।

 

 

বনলতার সবুজ আভায় 

জাগে মুখরতা,

মেঘেরা বৃষ্টি দেয় সবুজের ওপর 

তেজশ্বি সূর্যের আড়ালে।


Comments