কবিতা - অম্বরীশ ঘোষ




একটা বাগানিয়া কবিতা

                      

ব্যাগভর্তি শহর নিয়ে বাগানে এলো মেয়েটি 

উষ্ণ হল বাগানের ঠোঁট

ভাবনার অ্যাসিডে পুড়তে লাগল বুক 

স্থবিরতা ভেঙে রমরমিয়ে বাড়লো স্মার্টনেস 

 

 

সাদা পায়রার খোপে ঢুকে গেল নীল আলো 

ছোট পোশাকের বাগানে বেনারসের মেদুরতা 

ঠোঁটচেরা কুশব্দের সদ্য জাগ্রত প্রথম পাপ

আধুনিকতার আদিম আদিম কুলীন নেশা 

 

 

শ্মশানের মহড়ার মতন আলো-আঁধারি রাত্রি এল

অন্ধকারের পোশাক চুরি গেল আবছা আলোয় 

শহর শহর তরলে অন্য তলানি

কদর্য দরিদ্রতা পেরিয়ে স্বপ্নের ডুব সাঁতার 

 

 

মেয়েটার হ্যামিলিন বাঁশিতে চুমু খেলো 

নতুন লিপস্টিকের তাজা সব ঠোঁট


Comments

Post a Comment