নবীন কলমের কথামালা : : কবিতা - জয়দৃতা সরকার

 

বর্ণপরিচয় 


কবিতাগুলো যেদিন মরে যাবে,

কঙ্কাল ঘুরে বেড়াবে আশেপাশে 

সেই রাতে ঝড়

সেতারের তার গুলো ছিঁড়ে আসবে

সেদিন বৃষ্টি হবে খুব।

খাদে তখন রক্তস্রোত;

অমলতাস কুড়ানোর একটা লোকও নেই কোথাও। 

যে মেয়েটা গান গেয়ে বৃষ্টি আনতে পারত,

তার হাতে এখন মশাল। 

বর্ণপরিচয় খুঁজছে।

আর একটু এগোলেই খাদের নীচ ওকে টেনে নেবে।

ওকে ডাকো এক্ষুনি

বড় প্রয়োজন ওকে ডাকা। 

চিন্তা নেই;

পিছু ডাকে সাড়া দিতে এখনো ভুলে যায়নি সবাই।


Comments