কবিতা - অভিজিৎ দাস


ভোট শিল্প 


ভোট এলে দুর্নামের কথকতা লিখি। 

নিজের জন্য ফোলানো ফাঁপানো প্রশংসা

সত্য মিথ্যার বেসাতি করতে থাকি

কেউ বুঝতে না পারলেই তো কেল্লাফতে। 

তাহলেই তো প্রকৃত শিল্প রচিত হয়

মহত্বের আদর্শ ইমেজারি তো এটাই।

Comments