কবিতা - বিনীতা সরকার



ছাই


সম্পর্কের গায়ে ঘুন

ক্ষয় ভেতরে বাহিরে

কাঁচা কাঠের শরীরে

সুখ-দুঃখের নিত্য আসা-যাওয়া

 

 

জোয়ার ভাটার একটা জীবন

নিয়ে গান সাজাতে থাকি

 

 

জল কমে এলে 

মুখ লুকিয়ে কাঁদে 

চাঁদের আলো

 

 

মরীচিকার শহর জুড়ে

পড়ে থাকে তখন সকালের মিঠে রোদ

পড়ন্ত বিকেলের আবেশ

নিতান্তই অনাদরে

 

 

পর্দা হঠাৎ সরে গেলে

পড়ে থাকে সম্পর্কের ছাই

শহরজুড়ে

Comments