কবিতা - সুবীর সরকার



শিকারপর্ব


আর সেই তছনছ হয়ে যাওয়া ভুট্টাখেত

মাটি ফুঁড়ে উঠে এলো এয়ারগান হাতে

                                           শিকারীরা

আমি ভাবি পুরোন সব নদীবন্দরের কথা

অথচ কতকাল কথা হয়না তোমার সাথে

লটারি বিক্রেতার চিঠি আসে।

কার্টুন ভেবে কেউ পাঠিয়ে দেয় জিরাফের

                                            ছবি

ভালোমন্দ নিয়েই কেটে যায় দিন।

চিরুনিতে আটকে থাকে বাসি চুল।

ধান খুঁটে খায় উঠোনের হাঁস

ভুট্টাখেত থেকে নদী বেরিয়ে আসে

আমরা হাত রাখি সবুজ শ্যাওলায়

Comments

Post a Comment