কবিতা - সৈকত সেন

 

অধ্যায়


একটা ছোট্ট বিরতি

টান টান উত্তেজনা নয়

বেশ খানিকটা প্রত্যয় নিয়েই

ফিরে আসা মুখোমুখি আবার

রেখে আসা ধুলো- ছাই অভিসম্পাত

জল আর ভালোবাসা মিলেমিশে একাকার ওই

ক্ষণিকের শান্ত নিশ্চুপ একাকি যাপন।

 

 

নির্গত হাহুতাশ, অদেখা রক্তক্ষরণ

সব আছে অতীতের কিছু ব্যথার মতোই

পাতার ফাঁক দিয়ে

বিকেলের জানালায় জাফরি কাটা রোদ 

নয়তো একফালি চাঁদের সাহসী আলোয় 

মায়া মরশুমি খেলা 

ফিকে তেল রঙ ছায়াছবি

বাঁশি বাজনার অনিবার্য তাল-মিল।

 

 

যতিহীন ঘুমের ভেতর ঘোর উৎসব

এক মুঠো কাদামাটি আর মোহজল

শিকড়ে বাকড়ে জড়িয়ে শেষ নির্বাসন

স্পষ্ট হরফ লিখে নেয় 

আজীবন বয়ে আনা এক প্রিয় নাম

আর এক নতুন অধ্যায়।

Comments