কবিতা - চৈতালি ধরিত্রীকন‍্যা



বনপথ


ঝুমের শেকড়  টেবিল  পায়ে  

মগ্ন হলো চা

দুটি পাতা একটি কুঁড়ি 

শুকিয়ে পুড়িয়ে খা।

ধ্বসের সাদা স্রোতের টানে

উষ্ণ হলো গা

দ্রিমিদ্রিমি মাদল নাচে 

মত্ত হলো গাঁ

শরীর দোলে অঙ্গ দোলে

মনের সোহাগা

বন্য মনের পোশাক টেনে

তন্দ্রা ঘুমে জাগা

লাটাগুড়ি গরুমারা 

কোথায়  যাবি যা 

বক্সা থেকে ফিরে রাখিস

জয়ন্তীতে পা।

চোখের ওপর চোখ রেখে দেখ পাহাড়িয়া সব গাঁ

সবুজ মেখে ফেরার পথে

চশমাটা খুলে যা...

Comments