গুচ্ছকবিতা - পার্থ সারথি চক্রবর্তী



ছটা


মুখগুলো পাল্টে যাচ্ছে দ্রুত-

যেন একেকটা আকাশ 

হিরণ্য আলোর ছটা কোথা থেকে কোথায় 

চলে যায় মুহূর্তে,

না বলা অনেক গল্প বলে যায়-

                সংখ্যাতত্ত্বের কচকচানি। 

দাওয়ায় পড়ে থাকে পুরনো লন্ঠন

                আর একঝাঁক অন্ধকার 

মনের সাহসকে পুঁজি করে অপেক্ষা-

একদিন শোনা যাবে জয়ের গান



বেড়া


মৃত্যুর চাইতেও গভীর হতে পারে

              তোমার রহস্যময় হাসি

একাকীত্বের আবছা আলো কখনো 

              শেষ হতে পারে অভিমানে

নিঃশব্দে চলার লড়াই পথনিরপেক্ষ।

একের পর এক বেড়া ডিঙানোর-

আদিম গল্প আজো পুরনো হয় না

দূরবর্তী আলোকবিন্দু সময় মৃত্যুকে

ভাস্কর্যের মতো দেওয়ালে আটকে দেয়


Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ধন্যবাদ ও শুভেচ্ছা নিরন্তর

    ReplyDelete

Post a Comment