কবিতা - সঞ্জয় সোম

 

শঙ্খের ধ্বনি


কবি,ঘরে বাইরে আপনি একা


যাদের পিঠ চাপড়াবেন

তারাই চাবুক কষবে পিঠে


আপনি ছাড়া কে জানাবে দিক নির্ণয়?

কবি আপনি, শঙ্খ শুভ্র


আপনার শঙ্খের ধ্বনিতে কেঁপে উঠছে বাতাস

কাঁপছে ওদের বুক

ওরা তো শাসানির আঙুল তুলবেই


আমাদের সময়ের শঙ্খের ধ্বনিতে প্রতিধ্বনিতে

আমি আমরা আমরা সবাই সাহসে বুক বেঁধেছি

আমরা একজন দুইজন দশজন শতজন সহস্রজন

                                     দেখছি চোখ খুলে


দিনের কবি, জোরে আরও জোরে বাজিয়ে যান

                                    আপনার হাতের শুভ্র শঙ্খ


আপনি কবি, দ্রষ্টা, দধীচি আপনি


আপনার শঙ্খের ধ্বনি, হাড়ের শব্দ

আমাদের সময়ের কথামালা হয়ে ঘুরবে

                                    আমাদের সবার মুখে মুখে


Comments

  1. লেখা প্রকাশ করার জন্য খুব খুশি হলাম। আনন্দ পেলাম। সম্পাদক-বন্ধুকে অজস্র ভালোবাসা। ধন্যবাদ। শুভ কামনা। পাশাপাশি পত্রিকার সাফল্য কামনা করছি।

    ReplyDelete

Post a Comment