কবিতা - দেবাশিস সাহা



হাজিরা খাতা


রোল কল হচ্ছে

কখন কার নাম ডেকে উঠবে

কেউ জানেনা

 

 

পাশ থেকে প্রিয়জন খসে যাচ্ছে

রোদ আজ শোকগ্রস্ত 

 উদ্বিগ্ন চোখ আমাকে তাড়া করে বেড়ায়

মেঘলা মন উচাটন হয়ে থাকে

কখন কার নাম বেজে উঠবে

 

 

রোল কল হচ্ছে 

অসহায় মানুষ 

বাধ্য হয়ে চিনিয়ে দিচ্ছে প্রিয়জনের মুখ।

Comments