কবিতা - কল্লোল দে

 


প্রেমের বিষাক্ত ছোবল


যে প্রেম প্রেমিকার নগ্ন দেহ চায়

যে প্রেম চায় অবাধ যৌনতা!

যে প্রেম,প্রেম লালসার বীর্যে-

ধ্বংসাত্মক সৃষ্টি রচনা করে!  

যে প্রেম নারীর বুকে -

নরম মাংস পিন্ড দেখতে পায় !

কিন্তু তার নিচে থাকা-

নরম হৃদয় দেখতে পায়না

যে প্রেমখোলা বাজারে নিলামী সেখায়

যে প্রেম শুধু উত্তেজনা দেয়

যে প্রেম সুযোগ পেলেই শরীর ছুঁতে চায়!

সেই প্রেমে-

অবুঝ মনকে নিরিবে কাঁদতে দেখেছি!

সেই প্রেমে শর্ত দেখেছি!

সেই প্রেমেভালোবাসার মিছে শেকলে-

বেঁধে রাখার প্রবণতা দেখেছি!

সেই প্রেমে ভালোথাকার ইচ্ছে গুলোকে-

তিলে তিলে মরতে দেখেছি!

 

 

এরকম সস্তা প্রেমকে আঁকড়ে বাঁচতে থাকা 

প্রেমিকপ্রেমিকাদের -

নিজ ভুলে অপ্রকাশিত শাস্তি পেতে দেখছি!

তাদের চোখে ঘৃণার পাহাড় দেখেছি,

কথার সুরে তীব্র আঘাতের মৃদঙ্গ শুনেছি!

অবিশ্বাসের মাঝে বিশ্বাস খুঁজে পাবার-

বিরামহীন প্রয়াস দেখেছি!

ভালোবাসার আকাশে-

স্বপ্নের তারা খসতে দেখেছি!

কত রাগঅভিমানঅভিযোগ -

হাসি মুখে গিলতে দেখেছি!

 

 

প্রেমভালোবাসা-

সমুদ্রেপাহাড়ে খুঁজতে দেখেছি!

দেখানো হাসিতেক্যামেরার লেন্সে 

মানসিক শান্তি খোঁজার ব্যর্থ প্রচেষ্টা দেখেছি!

এসব প্রেমে -

ভালোবাসার মোড়ক জড়িয়ে!

পবিত্র ভালোবাসাকে খোলা আকাশে -

নিলাম হতে দেখেছি!

মনের বন্ধন কে -

শুধু শারীরিক বন্ধনেই জড়াতে দেখেছি!

তাই মন ভেঙে বারংবার শুধু শরীর ছুঁতে দেখেছি!

আমি ভালোবাসার আড়ালে -

প্রেমের বিষাক্ত ছোবল দেখেছি

 

Comments