কবিতা - অতনু ভট্টাচার্য



ঠাট 


খুঁজি না স্বদেশ সব মাটিকেই চুমি
গ্রহ-মা সবার, আমার জন্মভূমি ...


ভূগোলকে যারা এঁকেছে দম্ভে চড়ে
ঝুটা ইতিহাস রচে গেছে অক্ষরে
গ্রহমা-কে শুধু অপমানে অপমানে
সে সব মুছব নতুন দিনের গানে
 


মানব মুক্তি আলোয় ভুবন ভরা
মুক্ত চিন্তা ঝেড়ে ফেলে সব জরা
মুখে মুখে তাই দিন বদলের দাবি
আবার আমরা সুর খুঁজে পাব ভাবি
 


শুধু ভাবা নয়, মুষ্ঠি তুলব জয়
সুরবাহারটা বাজাবোই নিশ্চয় ...

Comments

Post a Comment