কবিতা - বেবী পাত্র




ভালোবাসার হোলি


আমার সকল দুঃখ মুখ ঢেকে যায় নবপল্লব শাখে 
চৈত্রের দ্বারে বসন্ত কেঁদে মরে অনাগত বৈশাখে।
                        সীমন্তিনী শোভে অশোকের ফুলে
                        ফাগের হাওয়ায় ফেরে দুলে দুলে
বিদায় বেলায় আলুথালু কেশ বধূ সাজ খুলে রাখে।


আমি কিংশুকের বুকে রেখেছিনু ঢেকে বেদনাবিধুর 
শিমুল ফুলের পাপড়িতে জমানো ছিল সিঁথির সিঁদুর।
                        নয়নের আড়ে গেল তারা ঝরে 
                        চৈত্রের হাওয়ায় পাতা খসে পড়ে 
বসন্তের পাতা ঝরে নবপল্লবে গাছে নেমে এসেছে আঁতুড়।


বসন্তের রঙ মেখে পড়েছে সাড়া পলাশে কিংশুকে
কোকিলের কুহুতান ঘুরে ফিরে বনে বনে সমধুর মুখে 
                        নবপল্লবে পড়েছে সাজার ধুম
                        বনে বনে লেগেছে রঙের আগুন
গোধূলি ঢলে পড়ে, দিগন্ত সেজেছে রক্ত চীনাংশুকে।


মনোরঙ ভরি হৃদয় রাঙাতে এসেছে দোল পূর্ণিমারাত্রি
উদাসী মন বেহাগী সুরে হয়েছে আলোক পথের যাত্রী 
                        কানে কানে বলে এসেছে বসন্ত দ্বারে
                        শাখে - শাখে পলাশ শিমুলের ভারে 
দক্ষিণা বাতাস পেয়েছে নিমন্ত্রণ পাতা ঝরানোর আর্তি।


মনের ক‍্যানভাসে হাজির হয়েছে হাজার রঙের তুলি
হৃদয় কৌটোয় যত রঙ ছিল আজ শুভদিনে গেল খুলি
                        জগতের যত কালো রঙ যাক মুছে
                        মনের দীনতা, গ্লানি সব যাক ঘুচে
মনের বিকিকিনির হাটে ঝরুক ভালোবাসার রঙ হিংসা ভুলি।

                 
আমি যে পেয়েছি পাতা ঝরার মাঝেই নবপল্লবের আশ্বাস!
ফাগের খেলায় মনের রঙে সাজো তুমি, এনেছিলে মনে আশ।
                        ওগো খোলো দ্বার আর নেই দেরি 
                        দু'হাতের মুঠো আছে মন রঙ ভরি
আজ শুভদিনে চরণে ঢালব মনের যত রঙ এখন যে মধুমাস।

Comments