কবিতা - কনকজ্যোতি রায়


ফ্রেম


মন জুড়ে তারাহীন আকাশ

হৃদয়ে অলীক কল্পনার অনুরনন

চোখের পাতায় ভেসে যাওয়া টুকরো টুকরো মেঘ।

অনেকদিন বৃষ্টি হয় নি,

সিঞ্চনের আশায় পাতাগুলি হলুদ

শুষ্ক ধানের শিষে ফলে না মমতার ফসল,

ক্ষয়িষ্ণু শিকড় উৎপাটনের অপেক্ষায়,

ধুমকেতুর মতো হঠাৎ এসেই মিলিয়ে যায়

লাল নীল আর সবুজ স্বপ্নগুলো,

ভালবাসার মোড়কে নকল সোনা

বাজারদর তারই সবচেয়ে বেশী

অলিতে গলিতে হীরের টুকরোর ছড়াছড়ি।

প্রজাপতিটা আসেনি অনেকদিন

ওটা শুধুই রং ভুল করে

ধরতে পারলে  বাঁধিয়ে রাখতাম

সুদৃশ্য ফ্রেমে,

নিরাভরন নয়, মালা দিয়ে।

Comments