কবিতা - খুরশিদ আলম

 

রোডম্যাপ

      

আবহাওয়া পূর্বাভাসের ভিতর যেভাবে জড়িয়ে থাকে অনুমান

যার বিন্দুমাত্র কিনারা করতে পারলেই

একজন আবহাওয়াবিদ তার ম্যাজিক লণ্ঠন জ্বালাতে পারেন

সব অনুমান কিন্তু বিশ্লেষণাত্মক

এবং তা সূত্র ধরে এগিয়ে যেতে হয়

সেখানে কোনো খাদ চলে না

দুধজলে মিশিয়ে খাঁটি কিনা বিশুদ্ধ যাচাই করা যায় না

সিদ্ধান্তে পৌঁছাবার ঠিক একটা রোডম্যাপ রাখা জরুরী।


Comments

Post a Comment