কবিতা - দীপান্বিতা রায় সরকার

 


প্রস্তুতি 


এখন শুধুই ধ্রুবের প্রকট আলো

সুর বিমোহিত শোক সমূহের ঘোর।

পাঠ শেষে রাখা সার আর সংক্ষেপে 

কতটুকু থাকে  নির্যাসে রাখা ভোর!

 


এই তো সবে, শুদ্ধ হলো ছায়া।

মধ্যযামের নিকটবর্তী দূরে।

প্রাঞ্জল যেটুকু ধুলো মাটি সারাবেলা,

সেটুকু শুধু ভ্রামকের পথ চেনে।

 


মাপক কাঠি, বারুদ রঙের মেঘ,

মৃত্যু চেনা আলো ছায়া কুঠুরী।

প্রস্তুত তো নির্জন নদী বাঁক!

আর কতটা ভুলে তোমায় থাকি?

Comments