কবিতা - কমলেশ সরকার (বঙ্গরত্ন)


তুমি


হোয়াং - হো - কে চিনের দুঃখ বলা হয়
যদিও তুমি তা নও-
যখন কথা বলবে শান্ত রেখো মাথা।
জয় আমারি হবে-
তোমায় দেখে এমনি মনে হয়
বসন্তঝড় ঝরছে ঝরাপাতা।


স্টেশনে ভীড় চৌরাস্তার জ্যামে
আটকে পড়ে আছি।
ঠিক জায়গায় ঠিক সময়েই যাবো 
মরি কিংবা বাঁচি।
যখন এলে নীল - হরিদ্রা
তোমার ওষ্ঠাধরে হাসি।
মনে হ'লো জিরিয়ে নিই
তোমাকে নিয়ে রেস্টুরেন্টে বসি।


ভাবছো তুমি বাজাবো কিনা-
শান্ত সুখে বাঁশি।
বেকার খাতায় নাম এখনও 
হেড - অফিসে চিন্তা এক রাশি।

Comments