কবিতা - নিখিলেশ রায়


....এবং তুমি


একফালি উঠোনের পাশে জেগে থাকা কোনো

নীরব, নিবিড়, সবুজ গাঢ় তুলসীতলা ভেবে 

তোমাকেই দেখি 

তুমি সেই দেখার ভিতরে বসে একা একা

স্বল্পালোক প্রদীপের আলোয় উদ্ভাসিত লাজনম্র সুর

ঘোমটায় আধো মুখখানি 

গান বেজে ওঠে

গানের গভীর থেকে ভেসে আসে ধুনোগন্ধ 

যেন এই পৃথিবীর আদিম অতিশয় বুনো 

উদাসীন বাতাসে বাতাসে

কেবল আমরা দুই অহর্নিশ প্রবাহিত হয়েই চলেছি

 


একফালি উঠোনের পাশে মেটেঘর, খোড়োচাল

চাল বেয়ে গৃহস্থের লতাপাতাগুলি পুলকে বেহুঁশ

বুঝে যাই কার দুটি হাতের যতন 

তাহাদের দেহে মনে রোজ এত রোমাঞ্চ এনেছে

 


এসে থামি ছায়াঘেরা উঠোনের পাশে

কখনো উন্মত্ত প্রায়

কখনো-বা মৃদুঘ্রাণ সবুজ চাঁপার মতো 

ভেসে পড়ি দুজনায়

অন্তহীন পৃথিবীর প্রাণনায় 

অবিকল্প  শ্বাসে- প্রশ্বাসে

Comments