কবিতা - মৃণালিনী


হলরুম ও বেডরুমের মধ্যে দাঁড়িয়ে

         
রাস্তা শুঁকে নিচ্ছে ধূলোর চেটো পা
হলদে আলোয় কালচে মসৃণ অন্ধকার 
প্রভাতি সুরে কুকুরের কান্না আলো জ্বালায়
বিড়ালের রূপান্তর দিগন্তের খাঁচায়
মৃত্যু ছেড়ে দিলে জীবন শোকজ খোঁজে আরামকেদারায়।

ট্রেনের চাকায় রক্তেরা উষ্ণ আর্দ্র
শীতকালীন মরশুমী গোলাপি শরীরে 
ধমনীর সঙ্গে চর্বির সম্পর্ককে বলবে অভিসম্পাত!
মৃত শহরে জীবন্ত মমীদের গোপনীয় আলাপ
মুখেরা রঙিন বেলুন লাশের লেশ মাত্র নেই, স্তব্ধ প্রলাপ।

সিঁড়ি বেয়ে নামতে নামতে নেমে গ্যাছে খাদ
আসল্য জড়ানো হলরুমের হাই-তোলা বেডরুম
ওখানেই ইদানিং বিশ্বসভ্যতা থমকে দাঁড়িয়েছে।
কাম্পেনিং, ত্রাণ, স্বাস্থ্য কমপ্লেক্স বেয়ে টুপটাপ 
ঝরে পড়ছে মূক ম্যানিকুইন
প্ল্যাস্টিক মুড়িয়ে কে কোথায় হারিয়ে যাচ্ছে 
গুপ্ত খুনের এফআইআর লিখে
টিভিতে ভাসছে অনিশ্চিত মৃত্যুর ছায়ায় ব্যান্ডেড ব্রা
সুগন্ধি সবান, সান বার্ণ ক্রিম,  ডিয়ো স্প্রে করে 
ডিজিটাল চোখে বসে থাকো দেওয়াল মুড়ি দিয়ে, নাহলে 
নিজেকে বলো, জীবন এক মোহময় মায়াজাল
জন্মের মতো নিশ্চিত মৃত্যুতরীতে  ভেসে যাওয়া একদিন।

Comments

Post a Comment