কবিতা - মীরা আচার্য্য


বৃষ্টি ভেজা মন 

          
কাল রাতে যখন অকারণ বৃষ্টি নামে 
খুব চেনা রাস্তাগুলো হঠাৎ অচেনা হয়ে যায় 
বৃষ্টি ভেজা মানুষ সাইকেল নিয়ে ছোটে 
বৃষ্টি ভেজা পাতারা সবুজ।
আরো স্বচ্ছ - নির্মল পবিত্র হয়ে যায় তোমার মতো 
তোমাকে মনে পড়ে।
চিৎকার করে ডাকি।
শব্দের বদলে গানের সুর বের হয় গলা 
শুধু দাঁড়িয়ে বৃষ্টি ভেজা আর -
আমার লেখা কবিতাগুলো পড়ো।
আর জল বাতাসের ঝিকিমিকি তোমার ছুঁয়ে যাওয়া, 
বৃষ্টির আকাশে কবিতাগুলি প্রতিধ্বনি হয় 
অপরূপা লাগছিলো --- যুবতী মেঘ

Comments