কবিতা - শৌভিক কুন্ডা


রক্ত আলোছায়া

আলোর দিকে
বয়ে যাচ্ছে নৌকো,
মাঝিরা জেনেই রাখছে 
পাখিদের বৈজ্ঞানিক নাম,
খালিচোখে শুধুমাত্র পানকৌড়ি দেখা যায়,
বাকি সব পরিযায়ী হবে মাঝিনির্ভর।
গজলডোবায় এখন 
জঙ্গল - ক্যানাল ঘেঁষে 
অতিথি আবাস মাথা তুলেছে, 
কোল্ড ড্রিংক্সএর দোকানে 
লুকিয়ে বিক্রি হচ্ছে বীয়ারের ফেনা।
কেবল বোরোলিরা ঝাঁক বেঁধে  চলে গেছে অন্য কোনো 
ছায়াময় জলভাসি খোঁজে।

Comments