কবিতা - জয়দৃতা সরকার

নন্দিনী 

অনেকক্ষণ দুটো জোনাকিকে একসাথে জ্বলে থাকতে দেখিনি কখন!


অনেকক্ষণ বসে থেকে, সিগারেটটা শেষ করে সাততলা বাড়ির ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ল ছেলেটি।

আচ্ছা, ওকে কেউ বলেনি না, ওর জন্যেও অনেক লোক কাঁদবে?


একঘেঁয়ে ট্রামের শব্দ এখন বিরক্ত করে তোলেশহর রোজ এমনি চিৎকার করে কেঁদে মরে বুঝি!


নন্দিনী লেখা ফুলদানিটা জানলার পাশের টেবিলটা থেকে পড়ে ভেঙে গেলো, খুব কাঁদছে মাধবীলতা।

 কেন, নন্দিনী ডাকনাম বুঝি ওর? ডাকনাম ভেঙে গেলে কি কান্না পায় তবে?... 


জানলার ধারে বসে আছি ডাইরীটা খুলে, বৃষ্টির ঝাপটা এসে পড়ছে।

'আরে ভিজে যাচ্ছিস তো! উঠে আয়..'

কারেন্ট চলে গেলো, পাখি-টাখি লেগেছে বুঝি হাইটেনসানটায়, 

উফ্! যা ঝড়...!

আজ রবিবার ছিল, আছে...

তোমার ফোন করবার শেষদিন।


বাবা ভিজে গেছে বাজার করতে গিয়ে,

মা ছুটোছুটি করে হ্যারকিনের পোলতে গুলো বাড়িয়ে 

বাবাকে গামছা দিলো...

পাশের বাড়ির রেডিও থেকে গান আসছে,

নন্দিনী, তুমি আমি, কেউ গান হলাম না, না, আর?

Comments