কবিতা - শ্যামলী সেনগুপ্ত


শর্ত

        
সবকিছু ভালো লাগতে হবে
এমন কোনো শর্ত থাকতে নেই,ছিলো না কখনও
তবু এইসব ভালো না লাগা নিয়ে
কত তুলকালাম  কত ইন্দ্রজালিকতা
 
সব পথ গিয়ে রাজপথে মিশবে
তেমন শর্ত তো থাকে না
কত পথ পথেই ফুরিয়ে যায়
চলা ফুরোয় না

নদীরাও কি সকলেই
সাগরে মিলায়
পথে বিরাম চিহ্ন পড়ে গেলে
স্রোতও ফিরে যায় উজানে

ইন্দ্রজাল বুনেছে বলে সে
ঐন্দ্রজালিক নয়
বা  সেই সব পথও পথ-সংজ্ঞা
সার্টিফিকেটের মতো যা ফোল্ডারে বন্দি
যারা প্রমাণ করবে
নদীর কোনো পছন্দসই গতি নেই।


সব পথেরই একটা নান্দনিক রোডম্যাপ আছে
বুকের বাঁদিক ঘেঁষে, তাই শর্ত অনুমতি সাপেক্ষ

Comments