কবিতা - অসীম দাস


ভালবাসা যায় না প্রতি পলে


আমার স্মৃতি রেখেছিলাম সুরক্ষিত তোমার হেফাজতে 
অ-দরকারী সিঁড়ির কোণে মাকড়সারা বানায় নি তো জাল?
কিংবা বাস্তু ইঁদুর এসে কুটুস কুটুস কামড়ে কুটিকুটি?
তাই যদি হয় আসব না আর যাচ্ছি ফিরে ডাকছে মহাকাল!


বললে তুমি-- ছাদ বিকেলে উড়তে উড়তে আমরা ছিলাম ঘুড়ি
ভাসতে ভাসতে মেঘনা চরে রণপা সুখে ফিসফিসিয়ে হাঁটি,
প্রশ্ন ছিল তোমার ঠোঁটে--রম্য রাজ্ঞী কোথায় নিয়ে এলে?
বলেছিলাম--বেরিয়েছিলাম তাই তো পেলাম শুদ্ধ আকাশ খাঁটি।


মিলেছিলাম হরপ্পাতে নীল নদীতে খেয়াঘাটে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানে,
ফিরব আবার শতদ্রুতে পঞ্চবটীর স্নিগ্ধ ছায়ায় লবটুলিয়ার কুন্ডী জলে,
বসত গেড়ে পাশাপাশি বড্ড যে হয় ঘেঁষাঘেঁষি ফাঁক না পেলে প্রেম হয়ে যায় মাটি।
তাইতো তুমি তোমার কাছে আমি আছি আমার কাছে ভালবাসা যায় না প্রতি পলে!

Comments