কবিতা - বেণু সরকার



চাঁদ


এসো চাঁদ ধরি পুকুরে নামি
দেখেছো সাঁতার কাটছে কেমন
আজ ফাল্গুনী পূর্ণিমা রাতে
ভলিবল খেলি সোহাগে 
যেমন

রাতের সুষমা আবিলতাহীন
আকাশমণির কুঞ্জে কুঞ্জে
দূরের তাঁবুতে মগ্নতা মাখা
ঢেউয়ের দমক পুঞ্জে পুঞ্জে

চাঁদ যেন রাতে পালাতে না পারে
ধরে রাখবোই বিনিদ্র মেলা
রাতের সুষমা হাজার চাঁদের
প্রসন্ন হোক কোজাগরী খেলা।

Comments