কবিতা - নাদিরা


ভোর বা মৃত্যু


প্রতিদিন একেকটি যুদ্ধ সেরে ফিরি, 
প্রত্যেকটি বেলা অত্যুজ্জ্বল জীবনের রেশ রেখে 
আমি ঘরে যাই অন্ধকার বৃত্ত বুকে নিয়ে। 
লড়াই বলে যাকে জানতাম আপাতত তার নাম নেশা রেখেছি, 
দায়িত্বদের নাম বদলে রেখে দিয়েছি ঘুম আর --
দৃষ্টিক্ষয়ী যুদ্ধের নাম পরিবর্তিত হয়ে শান্তি হয়েছে;
আমি নিজস্ব নামের অক্ষর এলোমেলো সাজিয়েছি

দিনদিন এভাবেই রাত্রির গায়ে মৃত্যু আঁকি 
আমি চোখে আঁধারের আলপনা এঁকে অন্ধত্ব নিয়েছি, 
এযাবৎ শতাধিক পূর্ণিমায় আমার স্বেচ্ছা মৃত্যু হয়েছে ... 
তাল তান বা মাত্রাদের কাছে সঁপে দিয়েছি পৃথিবীর জল্পনা; 
এখন শুধু আলতা ও রঙ তুলির পার্থক্য বুঝে ঘুম বা মৃত্যু আঁকা বাকি.....

Comments