কবিতা - পাপিয়া চৌধুরী


নারী


নারী তুমি এই ধরিত্রীর সম্পদ

নারী তুমি অনন্যা।

নারী তুমি চেতনার মূর্তি

নারী তুমি সভ্যতার এগিয়ে চলার আধার।

নারী তুমি মায়ার বন্ধনে আবদ্ধ করে রাখো

নারী  তুমি নির্যাতিতা হলে প্রতিবাদে মুখর হয়ে গর্জে ওঠো।

নারী তুমি প্রতিহিংসা নাও সেই সব অসুরদের বিরুদ্ধে 

যারা তোমাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছে।

নারী তোমার প্রতিবাদী কণ্ঠে জেগে উঠুক অসুরদের বিবেক 

নারী তোমার হাতেই জগৎ প্রতিপালিত লালিত হয়

নারী তোমার ক্ষমতা সহ্যাতীত।

নারী তোমার ভালোবাসা প্রেমের চন্দন তিলকে

সাজিয়ে দাও ভরিয়ে দাও এই বসুন্ধরা কে।

নারী তুমিই পারো এই জগৎ সংসার কে

একসূত্রে বিনি সুতোর মালায় গেঁথে রাখতে।

নারী তুমিই তো দেশের কান্ডারী

নারী শুধু  তুমি নারী নও তুমি সৃষ্টির বাহক তুমি মানুষ।

নারী তুমি দুর্বল নও তুমি সাহসী তুমি সংগ্রামী 

নারী তোমার খেয়া অহংকারবিহীন পাল তুলে এগিয়ে চলুক,

নারী তোমার আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠুক।

Comments