কবিতা - জয়তী কুন্ডু


বর্ণহীন বসন্ত


বসন্ত  এসেছে  বুঝি?
কই?  মনে  কোনো স্বপ্নিল দোলার অনুভূতি নেই তো!
বাসন্তিক হিল্লোলে মন রঙ্গীন কোথায় হচ্ছে?


তবে যে চারিদিকে গুঞ্জন - "বসন্ত এসেছে?"
বসন্ত হয়তো আজকাল  বিলাপ হয়ে গেছে-
বসন্তে পাওয়া যায়না চেনা প্রানের  নির্যাস!


বাইরের পৃথিবী মানুষের মতোই জরাগ্রস্থ 
প্রকৃতির রুক্ষ শুস্ক  রূপে কোন ঝলক নেই-
আবির রঙে রাঙানো দিন তো এখন প্রতীকী 
জোর করে ঘটানো হয় রঙ্গীন বিস্ফোরণ 
আর তাতেই টুকরো হয় কত  নিষ্পাপ হৃদয়!


..... কত কি পাবার ছিল, পাওয়া হলো কি?
চাওয়া - পাওয়ার ব্যবধানটা আজ বড়ই দীর্ঘ!
জীবনের প্রান্তিক লগ্নে সেই খেদটুকু 
মন কে জানান দেয় - বসন্ত নেই,
আজ কোত্থাও বসন্ত নেই; বসন্ত নিরুদ্দেশে!

Comments

  1. খুব ভালো লাগলো.. কবিতা টি.. জয়তি কুন্ডু খুব ভালো লেখেন.. সবসময়ই..

    ReplyDelete

Post a Comment