এক টুকরো ডুয়ার্স.... ছবিতে (অন্তিম পর্ব)
উত্তরায়নের সূর্য কৌণিক দূরত্বে রশ্মি ফেললে ডুয়ার্সে আলো ঝলমল করে। প্রবল দাবদাহ দহন আনলেও দুদ্দাড় বৃষ্টিরাশি নিয়ে আসে শীতল স্পর্শ। শরতের পেঁজা তুলো মিলিয়ে যায় ঘন কুয়াশায় শীত সকালে। ঋতু চক্রে এভাবেই চলে যায় দিনের পর দিন...
অপূর্ব প্রকৃতি আর তার সঙ্গে জনজাতি মানুষের উপস্থিতি ডুয়ার্সকে সবসময়ই অন্য মাত্রা দিয়েছে। দারিদ্র রয়েছে ঠিকই কিন্তু তাকে জয় করেছে এখানকার মানুষের সারল্য। চা-বাগানের সবুজে, পাহাড়ের ভাঁজে, অরণ্যের সীমায় তাই তো ডুয়ার্স লিখে যায় তার নিজস্ব গান।
![]() |
শাখাম |
![]() |
সৌরেনির পথ |
![]() |
ডুয়ার্সের সূর্যাস্ত |
![]() |
পাতা ঝরা ডুয়ার্স |
![]() |
ডুয়ার্সের রকি আইল্যান্ড |
![]() |
দলগাঁও চা বাগানের হেরিটেজ অংশ |
![]() |
চৈত্র মাসের তিস্তা পার |
![]() |
যেখানে সব পথ মেশে....সেভক |
![]() |
আছে পরিযায়ীরাও |
![]() |
নিচে চা বাগান, দূরে পাহাড় |
![]() |
নেওড়া |
![]() |
চালসা |
![]() |
বক্সা |
![]() |
মলঙ্গি মন্দির, হাসিমারা, ডুয়ার্স |
![]() |
লেপচাখা |
![]() |
মুজনাই |
![]() |
বুনো হাতির রাস্তা পার হওয়া, জয়ন্তী |
![]() |
পুখুরি, জয়ন্তী |
![]() |
জয়ন্তী |
![]() |
বক্সা |
![]() |
কাজিমান গোলের সংগ্রহশালা, কালচিনি |
![]() |
ডুয়ার্সের গ্রাম্য বাড়ি |
![]() |
চিলাপাতা |
![]() |
অর্কিড |
(ছবি - লেখক)
সমাপ্ত
সুন্দর লেখা এবং ছবি l ভালো লাগলো l
ReplyDelete