কবিতা - অর্পিতা রায় চৌধুরী


হারানো সুর 


ভালোবাসতে বলছো?

পাহাড়ী নদের ন্যায় স্বতঃস্ফূর্ত আবেগ কই?

সূর্যোদয়ের লালচে উষ্ণতার মতো মন কই?


লোহার খাঁচার ভিতর ভিক্ষুকের শূন্য থালা 

মস্তিষ্কের দেয়ালে সহস্র কোটি হিংস্র আঁচড়

আমার সমস্তটা আজ পরিত্যক্ত গুফা যেন

অন্ধকার কালো সেঁতসেঁতে!


সহজে বলবে "আমি সেই আলো হতে চাই"।

তোলপাড় করা অস্থির ছায়া দোলে সেই আলোর আড়ালে!

দেখতে কি পাও?


কানাগলিতে এসে দাঁড়িয়ে আছে জীবন

সম্মুখে কেবল একাধিক সঙ্ঘাত।

একদিন সংঘর্ষেরাও ক্লান্ত হবে 

একদিন আমিও ঠান্ডা হবো।


তখন নাহয় ভালবাসবো তোমায়

শেষ নিশ্বাস টুকু দিয়ে 

অপেক্ষা করতে কি চাও?

Comments