কবিতা - বিনীতা সরকার

 



আয়না


একটা দীর্ঘ মিছিল

মিছিলের ভেতর দাঁড়িয়ে 

আমি চূড়ান্তভাবে একা

একা এই প্রেমহীন পৃথিবীতে

চারদিকে অন্তঃসারশূন্য মানুষের ভিড়

ভিড়ে ঠাসা কতশত প্রিয় মুখ

মুখে মেকি হাসির ঝর্ণা

হৃদয়ে লুকানো বিষ

মানুষগুলো আমাকে প্রতিনিয়ত হতাশ করে 

জীবনের পথে ছড়িয়ে দেয় 

অজান্তেই রাশি রাশি প্রশ্নচিহ্ন

স্বপ্নগুলোর বুকে টেনে দেয় ধূসর আবেগের কাঁটাতার

লুকানো বিবেক জুড়ে 

ঘন শ্যাওলার আস্তরন

দ্রুত গজিয়ে ওঠে

সবটাই কালো পর্দার আড়ালে

আড়াল সরালেই ফাঁকি

চেনা রাস্তা গলিঘুঁজি

আর মুখ আর মুখোশের রঙিন পোস্টার

ঝুল বারান্দা জুড়ে সময়ের ব্যর্থ প্রলাপের ইশতেহার

ক্রমেই বাড়ছে আঁধার 

আঁধার পুরো ঘর জুড়ে

রংচটা দেয়াল খসে পড়ছে এক এক করে

আমাকে ফেলে মিছিল এগিয়ে চলেছে

দিগ্বিজয়ের পথে

খুঁজে ফিরছি একটা আয়না

শুধুমাত্র একটা আয়না

তন্ন তন্ন কোরে 

নিজেকে দেখবো বলে


Comments