কবিতা - বিকাশ দাস ( বিল্টু )


স্বপ্নের অপমৃত্যুর পর


এভাবেই স্বপ্নরা ভেঙে যায়। পাথর হতে থাকি আমি
একটি অন্ধকার গিলে খেতে থাকে ক্রমে
ফ্যাকাশে হতে থাকে রোদ্দুর
আবছায়া জানলার কাচে ভেসে ওঠে 
মরা স্রোত। বিন্নি ধানের মালা....

এভাবেই প্রতিটি স্বপ্নের অপমৃত্যুর পরে
আমার আকাশে বেজে ওঠে একতারা
                        বাজে হৃদয়ের দোত্যনা
স্বরগুলো সাধক করে তোলে
ক্রমে বাউল হতে থাকে
                  আমার এই আমি

Comments